বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯

নতুনভাবে শুরু করুন প্রতিটা দিন

                      
 অনেকে বলবেন সকালের সূর্য বলে দেয় দিনটা কেমন যাবে । সূর্যটাই যদি না ওঠে তাহলে কি দিনটি শুরু হবে না ?



সব নিরাশার ভিতরে কিছু না কিছু আশা থাকে । সেই আশা নিয়ে এগিয়ে চলতে হয় । একটি কথা মনে রাখবেন আপনার অগ্রগতি যদি খুব ধীরে হয় । তাহলে সেটা নিয়ে কখনই হতাশ হবেন না । আপনি যে অবস্থানে আছেন সেটা নিয়ে খুশি থাকুন এবং অবস্থান পরিবর্তন করার জন্য পরিশ্রম করুন ।



 কখনো হতাশ  হয়ে নিজের ক্ষতি করবেন না । আপনি আশা রাখবেন এবং চেস্টা করবেন অবশ্যই সাফল্য আসবে।ব্যর্থতা আসবে তাই বলে ভেঙ্গে পড়লে চলবে না । উঠে দাড়াতে হবে বুক চেতিয়ে লড়তে হবে।



                                                                       
সকাল হয়তো ভালোভাবে শুরু হয়নি তো তাতে কি হয়েছে আপনার হাতে পুরোদিনটাই পড়ে আছে । সকালের কালো মেঘটাকে এড়িয়ে গিয়ে অবশ্যই দুপুরের কড়া রোদ ধরে দিবে । সেটার জন্য বসে থাকলে হবে না আপনার কাজ আপনাকে করতেই হবে । ফলাফল যা আসুস কাজ আপনাকে করতে হবে । আপনি কিছু নিয়ে ব্যস্ত আছেন এর অর্থ আপনি এগিয়ে চলেছেন ।

আপনার পরিশ্রম একসময় আপনাকে সাফল্যে এনে দেবে ।
রাজা  নেপোলিয়ন বোনাপার্ট যদি ৬ বার  ব্যর্থ হওয়ার পরে সাফল্য ছিনিয়ে আনতে পারে তাহলে আপনিও পারবেন । সামনে এগিয়ে যান সাফল্য আসবেই। কিছু  বিষয় দৈনিক অনুসরন করলে চলার পথ সহজ হয়, ব্যর্থতাকে সাফল্যে রুপ দেওয়া যায়। যেমনঃ

১. কোনো বিষয় নিয়ে বেশি চিন্তা না করে সমাধানের পন্থা অবলম্বন করুন ।

২. নিজের সুষম খাদ্যের দিকে লক্ষ্য করুন , নিয়মিত সাস্থ্যকর খাদ্য গ্রহন করুন ।

৩.প্রচুর পানি পান করুন । এটা আপনাকে সতেজ রাখবে ।


                                     
৪.নিজের পোষাকের দিকে লক্ষ্য রাখুন , পরিষ্কার এবং রুচিশীল পোশাক পরুন, যেটা আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলবে।                      

৫. যে ধর্মের অনুসারী সে নিয়ম অনুযায়ী দৈনিক প্রার্থনা করুন। অপনার মনকে শান্ত রাখবে ।                                                                                                                           

লেখকঃ মোঃ আশরাফুল মাখলুকাত, অ্যাসিস্টেন্ট এক্সিকিউটিভ-এএইচআর, বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ইমেইলঃ ashrafulcuhrm@gmail.com

(এই প্রতিবেদনে ব্যবহৃত সব ছবিই  সংগ্রহিত ও প্রতিকী অর্থে ব্যবহার করা হয়েছে)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন